ব্রাহ্মণপাড়ায় মোটরগাড়ি নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক, যত্রতত্র গাড়ি পার্কিং, ভাড়া বৃদ্ধি, হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোসহ অনিরাপদ পণ্য পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলার সদর বাজার এবং উত্তর চান্দলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। অভিযানে বিআরটিএ’র পরিদর্শকমন্ডলি উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলা সদর এলাকা ও উত্তর চান্দলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মোটরগাড়ি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। এ সময় সড়কে চলাচলরত ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক, যত্রতত্র গাড়ি পার্কিং, নির্ধারিত ভাড়ার চেয়ে ভাড়া বেশি আদায়, হেলমেট বিহীন মোটর সাইকেল চালানো সহ অনিরাপদ পণ্য পরিবহনের বিষয়ে সংশ্লিষ্টদের ওপর এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের উল্লেখিত বিষয়ের ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। অন্যথায় তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, ব্রাহ্মণপাড়ায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। যাত্রীসাধারণের সাথে ভাড়া নিয়ে হয়রানি, যেখানে সেখানে যাত্রী উঠানো-নামানো সহ যে কোন প্রকার জন হয়রানিমূলক কর্মকান্ড বন্ধে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এসকল অভিযানে বিআরটিএ’র পরিদর্শকমন্ডলি উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ধরণের অভিযান সমূহ ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সড়কে পরিচালনা করা হবে।

  • ব্রাহ্মণপাড়া