ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের কুলখানি সম্পন্ন

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার অবসরপ্রাপ্ত বাংলাদেশ রাইফেলস (বিডিআর) কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মানিক মিয়ার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর দক্ষিণ পাড়ায় তাঁর নিজ বাড়িতে এ কুলখানি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মরহুম মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
তাঁর কুলখানি অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মো. তাহমিনা হক পপি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, ডেপুটি কমান্ডার মো. ফজলুল হক, দুলালপুর ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান সরকার আতিকী, দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, দুলালপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও দুলালপুর ছাইদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ একাধিক প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মো. আরিফুল ইসলাম ভূইয়া, ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রমিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম পুলিশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বালিনা মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ক্বারী আব্দুস সাত্তার, দুলালপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহ, দুলালপুর দক্ষিণপাড়া পাঁচ বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ রহমানী, দৈনিক কালবেলা’র প্রতিনিধি আতাউর রহমান, দৈনিক আমাদের কুমিল্লা’র প্রতিনিধি ফারুক আহমেদ, সাংবাদিক সজিব ভূইয়া ও সাংবাদিক সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। পরদিন ২ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে তাকে তার নিজ এলাকা ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর দক্ষিণপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন স্বজনরা।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মানিক মিয়া দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক আনোয়ারুল ইসলামের পিতা।

  • ব্রাহ্মণপাড়া