ব্রাহ্মণপাড়ায় প্রাণিসম্পদ দপ্তরের সদস্যদের মাঝে ক্লাইমেট স্মার্ট সেড নির্মাণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় শিদলাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পারিবারিক মুরগির উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষে ক্লাইমেট স্মার্ট সেড নির্মাণ করা হয়েছে। পিজি ৩০ জন সদস্যর মাঝে এই ক্লাইমেট স্মার্ট সেড নির্মাণ করা হয় এবং তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তত্ত¡াবধানে ও এলডিডিপি প্রকল্পের আওতায় শিদলাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পারিবারিক মুরগির মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্লাইমেট স্মার্ট সেড নির্মাণ করা হয়েছে। প্রতিটি সেডে ২০-২২ টি মুরগি পালন করা যাবে। পিজি গ্রুপের ৩০ জন সদস্যদের মাঝে মুরগির উৎপাদন ও ডিম বৃদ্ধির লক্ষে ৩০ টি ঘর নির্মাণ করে দেওয়া হয়। এতে করে পরিবেশ বান্ধব মুরগি পালনের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। পারিবারিকভাবে দেশি মুরগি পালনে খামারিরা উৎসাহিত হবে। রোগবালাই নিয়ন্ত্রন করা যাবে এবং দেশি মুরগি হতে উৎপাদিত ডিম ও মাংস পরিবারের পুষ্টির যোগান দিতে সাহায্য করবে। গত আগষ্ট মাসে ঘর নির্মাণ শুরু হয়ে সেপ্টেম্বর মাসে নির্মাণ কাজ শেষ হলে ঘরগুলো হস্তান্তরে করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান। এবিষয়ে তিনি বলেন, পারিবারিকভাবে ঘরগুলো নির্মাণের ফলে মুরগি উৎপাদন বৃদ্ধি ও পুষ্টির যোগান দিতে পারবে। এতে করে অনেক খামারীরা মুরগি পালনে উৎসাহিত হবে।

  • ব্রাহ্মণপাড়া