কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার ( ৬ মার্চ ) উপজেলার ( ব্রাহ্মণপাড়া-২) চান্দলা ইসলামিয়া গাউছিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে অভিযান চালিয়ে এসব দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম।
বহিষ্কার হওয়া শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ষাইটশালা দারু সুন্নাহ দাখিল মাদরাসার শিক্ষার্থী ( রোল- ২১১৮৬৬৩৪১৯) ও একরামুল হাসান রাব্বী চান্দলা ইসলামিয়া গাউছিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ( রোল- ২১১৮৬৬২৬৩৪ )।
এ বিষয়ে ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, চলমান এস এস সি ও দাখিল পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালীন নকলের প্রচেষ্টা ও নকল সামগ্রী বহনের দায়ে দুজন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ও পরীক্ষা নকলমুক্ত করার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।