ব্রাহ্মণপাড়ায় জেলা প্রশাসকের বৃক্ষ মেলার উদ্বোধন ও মতবিনিময় সভা

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ৩ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃক্ষ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। এরপর কুমিল্লা-৫ এর সংসদ সদস্য মুহাম্মদ এমএ জাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় সভা করেন। গত বুধবার (১০ জুলাই) সকালে উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মেলার ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে এবং বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু তৈয়ব অপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা সমবায় অফিসার মাইনুদ্দিন হাসান এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার ও নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসনাত মোহাম্মদ মহিউদ্দিন মুবিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুর রহিম, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির, চেয়ারম্যান যথাক্রমে, মোঃ মনির হোসেন চৌধুরী, শেখ আব্দুল্লাহ আল মামুন, ফারুক আহমেদ, আনিসুল হক ভুইয়া রিপন, জহিরুল হক ও ফরিদ উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাহেবাবাদ ইউনিয়ন মৎস্য লীগের সভাপতি মোঃ এনায়েত মিয়াসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা উপহার এবং হতদরিদ্র অসহায়দের মাঝে সেলাই মেশিন ও নগদ টাকা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ।।

  • ব্রাহ্মণপাড়া