ব্রাহ্মণপাড়ায় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ পালন

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

আতাউর রহমানঃ
জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার সংক্রান্ত সেবার পরিধি ও মান উন্নয়নসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ‘জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি, আলোচনা সভা ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং এবং প্রশিক্ষণ কেন্দ্রের তত্বাবধানে ও ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত এ র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন। র‌্যালিপূর্বক এক আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন বলেন, সমাজের অর্ধেক অংশই হল নারী। জরায়ু ও স্তন ক্যান্সার বড় ধরনের একটি ঘাতক ব্যাধি। শুরুতে এ ক্যান্সার নির্ণয় করতে পারলে অনেক মা-বোনদের জীবন রক্ষা করা সম্ভব। জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং এবং প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে জরায়ু ও স্তন ক্যান্সারে নারীদের মৃত্যুহার অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে। এতে জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. কফিল উদ্দিন, জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. হাসিনা সুলতানা, (এনেস্থিসিয়া) ডা. মেহেদী হাসান, মেডিকেল অফিসার ডা. শঙ্খজিৎ সমাজপতি, ডা. তোফায়েল আহমেদ ভূইয়া, ডা. সাইফুল ইসলাম, ডা. হাবিব রহমতউল্লাহ, ডা. অরূপ সিংহ, ডা. জাহিদুল ইসলাম, ডা. ইয়ামিন ইসলাম তুহিন, ডা. উম্মে সালমা, ডা. ফাহমিদা জাহান, ডা. শারমিন সুলতানা, এসএসিএমও আরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ, খোরশেদ আলম, প্রধান অফিস সহকারী হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ নার্স রোকসানা আক্তার, শামসুন্নাহারসহ উপজেলার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

  • ব্রাহ্মণপাড়া