ব্রাহ্মণপাড়ায় অপহরণ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মোঃ পারভেজ(২৪) ও মোঃ মারুফ হোসেন(২০) নামের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। মঙ্গলবার ( ১৬ জানুয়ারি ) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের সালদা রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ জানায়, মঙ্গলবার ( ১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার শিদলাই ৬নং ওয়ার্ডের মৃত শাহ আলমের ছেলে মো. মালু মিয়া (৩৮)কে উপজেলার চান্দলা টানাব্রীজ এলাকা থেকে একই উপজেলার রামচন্দ্রপুর এলাকার রেনু খাঁনের ছেলে এমরান হোসেন ( ৩০), কালামকান্দি দেউষ এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. রাব্বি (২০), উত্তর চান্দলা এলাকার শানু মিয়ার ছেলে মো. পারভেজ (২৪), গঙ্গানগর এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে আবুল হোসেন ( ৪৫) ও টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কোদালিয়া এলাকার নুর নবীর ছেলে মো. মারুফ হোসেন (২০) অপহরণ করে। অপহরণের পর মালু মিয়াকে অপহরণকারীরা জানায়, তার ছোট ভাইয়ের কাছে তারা ২ লাখ টাকা পায়। সে টাকা এনে দিতে তাকে জোর প্রয়োগ করে। টাকা এনে দিতে আপত্তি করলে অপহরণকারীরা তাকে মারধর করে। পরে অপহৃত ব্যক্তির পরিবারের কাছে মুঠোফোনে মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্রের সদস্যরা। অপহরণকারীরা অপহৃত ব্যক্তির পরিবারকে মুঠোফোনে বলে, ৪০ হাজার টাকা নিয়ে এসে অপহৃত মালু মিয়াকে নিয়ে যেতে। পরিবারের লোকজন বিকাশে অপহরণকারীদের ১০ হাজার টাকা প্রদান করে। পরে বিষয়টি নিয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করে অপহৃত ব্যক্তির পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে থানার উপপরিদর্শক ( এসআই ) অমর্ত্য মজুমদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় অপহৃত মো. শানু মিয়াকে গঙ্গানগর এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে আবুল হোসেনের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকার শানু মিয়ার ছেলে মোঃ পারভেজ(২৪) ও টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কোদালিয়া এলাকার নুর নবীর ছেলে মো. মারুফ হোসেন (২০)। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )এস এম আতিক উল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া