ব্রাহ্মণপাড়া নির্বাচনী শোডাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী আচরণ বিধি লংঘন করে বিশাল মোটরসাইকেল শোডাউনে দুর্ঘটনার শিকার হয়ে ইয়াসিন আহমেদ সজল (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন উপজেলার শিদলাই ইউনিয়নের উত্তর শিদলাই এলাকার আবদুল আলীমের ছেলে। জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাসুক সরকারের বই মার্কার সমর্থনে আচরণ বিধি লঙ্ঘন করে একটি মোটরসাইকেল শোডাউন উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রদক্ষিণ করেন। উক্ত মোটরসাইকেল শোডাউনে অংশ নেন ইয়াসিন। পরে শোডাউনটি উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় পৌঁছুলে ইয়াসিন দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচাতো ভাই গিয়াসউদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায় ইয়াসিন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’ এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাসুক সরকার বলেন, মোটরসাইকেল শোডাউন অবৈধ আমার জানা ছিল না, আমি যখন শোডাউন নিয়ে আশাবাড়ী পার হচ্ছি তখন বিকট একটা শব্দ শুনতে পাই এবং দেখতে পাই একটি মোটরসাইকেল দুমড়ে মুছড়ে যায়। তাৎক্ষণিকভাবে আমি তাকেও উদ্ধার করতে গিয়েই দেখি সে মৃত্যুবরণ করে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো, আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের জানা নেই। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন অফিসার সুলতানা এলিন বলেন, মোটরসাইকেল প্রদর্শন ও শো ডাউন করা সম্পূর্ণরূপ অবৈধ আমি এইমাত্র শুনেছি মোটরসাইকেল শোডাউন করতে গিয়ে একটা ছেলে মারা গেছে বিষয়টি আমি ব্যবস্থা নিব। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম বলেন, মোটরসাইকেল প্রদর্শন ও শোডাউন এবং এর ব্যবহার সম্পূর্ণ নিষেধ। আমরা বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ব্রাহ্মণপাড়া