ব্রাহ্মণপাড়া ডায়বেটিক সমিতির ১৫ বছর পূর্তি উপলক্ষে আপনজন সম্মাননা ও সেমিনার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

গত ১মে বুধবার সকাল ১০ টায় ব্রাহ্মণপাড়া ডায়বেটিক সমিতির ১৫ বছর পূর্তি উপলক্ষে কুমিল্লা ডায়বেটিক হসপিটাল অডিটোরিয়ামে আপনজন সম্মাননা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণপাড়া ডায়বেটিক সমিতির সহ-সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলমের সভাপতিত্বে ব্রাহ্মণপাড়া ডায়বেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম রেজা সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অনারারি কনসালটেন্ট ডাঃ মোঃ আতাউর রহমান জসীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিএমএ’র সভাপতি ডাঃ আব্দুল বাকী আনিস, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইজাজুল হক, কুমিল্লার সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ মোশাররফ হোসেন খাঁন চৌধুরী। আলোচনা সভায় বিশেষজ্ঞ মতামত প্রদান করেন অধ্যাপক ডাঃ শামীমা আক্তার রেখা, নিউরো মেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আবদুল্লাহ আল হাসান, কিডনি রোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ জহির উদ্দিন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি কুমিল্লার আর এস এম মোঃ আশিকুর রহমান আপনজন সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান। ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি কুমিল্লা-৫ নির্বাচনী এলাকার সাবেক মন্ত্রী ও এমপি মরহুম এডভোকেট আব্দুল মতিন খসরুকে আপনজন সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। তাহার আপনজন সম্মাননাটি গ্রহণ মরহুম এডভোকেট আব্দুল মতিন খসরু’র ছোট ভাই এডভোকেট আব্দুল মমিন ফেরদৌস। বিশেষ অতিথির আলোচনায় বক্তারা ডায়াবেটিসের ঝুঁকি জানুন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির অগ্রগতি ও উন্নয়নে করণীয় নিয়ে বিশেষ আলোচনা করা হয়।

  • কুমিল্লা