ব্রাহ্মণপাড়ায় সরকারি স্কুলের পাশে ময়লার স্তূপ, দূষিত হচ্ছে পরিবেশ

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের কুমিল্লা-মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় ও মসজিদ সংলগ্ন পূর্বপাশে ডোবা এখন ময়লার স্তূপে পরিণত হয়েছে। এতে করে পরিবেশ দূষিত হচ্ছে। আশপাশের রাস্তার পাশে কিছু কুরুচিপূর্ণ মানুষ ও বাজারের বর্জ্য ময়লা আবর্জনা তাদের ব্যক্তিগত ডাস্টবিন মনে করে খালি জায়গায় ময়লা ফেলে ভরাট করছে। এতে করে ভরাট হয়ে যাচ্ছে পুকুরটি এবং দূষিত হচ্ছে পরিবেশ। সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের সরকারি স্কুলের পূর্ব পাশে পুকুরের কর্ণারে এই ময়লা ভাগাড়টির অবস্থান। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকের যাতায়াত। রাস্তার পাশে রয়েছে আবাসিক এলাকা, স্কুল, কলেজ,ব্যাংক ও ব্যবসায় প্রতিষ্ঠান। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করছে। কিন্তু এই রাস্তার পাশে অবস্থিত আবাসিক এলাকার কিছু লোকজন এই জায়গাটিতে তাদের সকল ময়লা আবর্জনার স্তূপ করেছে। এতে করে দূর্গন্ধ তৈরী হয়ে পরিবেশ নষ্ট হচ্ছে। কিন্তু এলাকায় বসবাসকারী আবাসিক এলাকার কিছু কুরুচিপূর্ণ মানুষের খামখেয়ালী ও স্বার্থের কারনে জায়গাটিতে ময়লা আবর্জনা ফেলছে। মূলত রাতের আধারে তারাই এই ময়লার স্তূপ ডাস্টবিন বানাচ্ছে। এ ব্যাপারে অত্র এলাকায় বসবাসকারী শামীম মিয়া জানান, ময়লার স্তূপের কারনে শিক্ষার্থীদের পাঠদান করা কষ্ট হয়। প্রচুর পরিমাণ দূর্গন্ধ ছড়ায় এবং পরিবেশ নষ্ট হচ্ছে। মসজিদে যেতে কষ্ট হয়। নামাজে দাড়ালেও দূূগন্ধ বের হয়। রাস্তা দিয়ে চলাচলকারী ডাঃ জয়নাল আবেদীন বলেন, রাস্তায় ময়লা ফেলার কারণে সাধারণ পথচারীদের গন্তব্য পৌঁছাতে সমস্যার সৃষ্টি হয়। সচেতন মহলের দাবী, প্রশাসন যেন দ্রæত ময়লার স্তূপ সরিয়ে চলাচলের উপযোগী করে তোলে, তা না হলে পরিবেশ দূষণ বৃদ্ধি পাবে।

  • ব্রাহ্মণপাড়া