ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে অনুমোদনহীন সার বিক্রির অপরাধে জরিমানা

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

মোঃ বাছির উদ্দিনঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভ্রাম্যমান আদালতে অনুমোদনহীন সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার দেউষ ও কান্দুঘর বাজারে এই মোবাইল কোর্ট পরিচালিত করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম অনুমোদনহীনভাবে সার বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে দেউষ ও কান্দুঘর বাজারে অভিযান চালায়। এসময় দেউষ বাজারে ডিলার লাইসেন্স ছাড়া সার বিক্রির অপরাধে মরিয়ম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ মনিরুল ইসলাম (৪৫) কে ৪০ হাজার টাকা ও কান্দুঘর বাজারের আব্দুর রাজ্জাক ষ্টোরের মালিক খলিলুর রহমান (৫০) কে ১০ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুবুল হাসান ও থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া