ব্রাহ্মণপাড়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিববার বিকাল ৩টায় মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল “মানসিকতার পরিবর্তন ব্যতীত দুর্নীতি প্রবণতা হ্রাস করা যাবে না”। এর পক্ষে অংশগ্রহন করেন ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে অংশগ্রহন করেন ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহম্মেদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক মানস কুমার রায়, সদস্য আওলাদ হোসেনসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও শিক্ষার্থীবৃন্দরা। অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল বিজয়ী হয়। এসময় শ্রেষ্ঠ বক্তা হয়েছেন ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের ছাত্রী লামিয়া আক্তার। অনুষ্ঠান শেষে সকলের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া