ব্রাহ্মণপাড়ায় গরমে কদর বেড়েছে রসালো লিচু

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

রসালো ফল লিচু। গরম বাড়ার সাথে সাথে যেন তার চাহিদাও বেড়েছে। গত কয়েকদিন ধরে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে ঘুরে দেখা গেছে লিচুর অনেক কদর বেড়েছে। ছোট বড় সব বয়সের মানুষের পছন্দ এই মিষ্টি রসালো ফল লিচু। ক্রেতাদের চাহিদা পূরণে বাজারে ক্ষুদ্র ব্যবসায়িরা লিচু বিক্রয় করছে প্রায় এক মাস ধরে। বিভিন্ন জেলা থেকে বাজারে লিচু আসা শুরু করায় দামও অনেক চড়া। ব্রাহ্মণপাড়া সদর ও সাহেবাবাদ হাটবাজারে বর্তমানে একশত লিচু বিক্রয় হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়, যা অনেকের ক্রয় ক্ষমতার বাইরে। এক ক্রেতা বলেন এখন আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় অন্য ফলের চেয়ে পছন্দের ফল হলো লিচু। ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন বাজারের লিচু ব্যবসায়ীরা জানান, বর্তমানে বাজারে অন্য ফলের চেয়ে রসালো লিচু চাহিদা অনেক বেশি। তাঁরা আরো বলেন, এবারে বৃষ্টিপাত কম হওয়ায় লিচুর আকার ছোট হয়েছে। যা সবেমাত্র বাজারে লিচু আসতে শুরু করায় দাম একটু চড়া।

  • ব্রাহ্মণপাড়া