বুড়িচংয়ে হিটস্ট্রোকে একজনের মৃত্যু

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

তীব্র গরমে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সাধারণ মানুষ নিজের একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে যেতে চাচ্ছে না। গরমের মাত্রা বৃদ্ধি পাওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এক সপ্তাহের ছুটি ঘোষনা করা হয়েছে। কিন্ত পেট তো মানে না গরম আর শীত। পেটের তাঁগিদে অনেকেই গরম সহ্য করে কর্মেস্থলে যেতে হয়। বিশেষ করে দৈনিক শ্রম বিক্রয় করা শ্রমিকরা। প্রতিদিনই তাদেরকে কাজ করতে হয়। কাজ ছাড়া যেন তাদের রুটি রুজির ব্যবস্থা নেই। তেমনি একজন শ্রমিক মজিবুর রহমান (৪৫)। সংসারের চাহিদা মেটাতে প্রতিদিনের ন্যায় আজও রাজ যোগালির কাজ করার জন্য যায়। কিন্ত তীব্র গরমের মাত্রা সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে মৃত্যু বরণ করেন। গতকাল ২৩ এপ্রিল সকাল ৯টায় কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের ব্যবসায়ী মোঃ রুহুল আমিন এর বাড়ীতে কাজ করতে যায় একই উপজেলার জগতপুর গ্রামের নিজাম হাজীর বাড়ীর আলফাজ উদ্দিন এর ছেলে মজিবুর রহমান। বিল্ডিংয়ের বেইজ কাটার সময় হিটস্ট্রোক করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন। খচর পেয়ে বুড়িচং থানার এসআই মোঃ নুরুল ইসলাম বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুরতহাল রিপোর্ট তৈরী করে থানা নিয়ে যায়। এসআই মোঃ নুরুল ইসলাম বলেন, লাশের গায়ে কোন আঘাতে চিহ্ন নেই। এতে বুঝা যায় সে স্ট্রোক করে মারা গিয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে সঠিকটা বলা যাবে।

  • বুড়িচং