বুড়িচংয়ে কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ফোকাস গ্রæপ আলোচনা সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

Spread the love

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বুড়িচং উপজেলায় ভয়াবহ আকস্মিক বন্যার কারণে কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য ও গ্রামীন জনগনের জীবন-জীবিকার ক্ষয়ক্ষতি নিরূপন ও স্বল্প এবং দীর্ঘমেয়াদী কার্যক্রম গ্রহণ নিয়ে পরামর্শ প্রদান ও উদ্যোগ গ্রহণ করার জন্য পূর্ণমতি ব্লকে কৃষকদের সাথে গ্রæপ ফোকাস আলোচনা করা হয়। উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ জন বিশেষজ্ঞ শিক্ষক প্রফেসর ড. মো. হাম্মাদুর রহমান, প্রফেসর ড. মো. আবুল হাশেম , প্রফেসর ড. এম জি মোস্তফা আমীন, প্রফেসর ড. মো. ওয়ালিকুর রহমান, প্রফেসর ড. মো. জাভেদুল হক ভূইয়া। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. আফরিণা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, কৃষি স¤প্রসারণ অফিসার মো. আতিকুর রহমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিলকিস আক্তার ও আলমগীর হোসেন। উক্ত ফোকাস গ্রæপ ডিসকাশনে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, কারণ, এ থেকে পরিত্রাণের সম্ভাব্য টেকসই সমাধান ও বর্তমানে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

  • বুড়িচং