বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় ৬৪টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গা পূজা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলায় ৪৪টি এবং ব্রাক্ষণপাড়া উপজেলায় ২০টিসহ মোট ৬৪ টি পুজা মন্ডপে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। ব্রাক্ষণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের মকিমপুর পূর্বপাড়া শারদীয় দূগৃাপুজা মন্ডপ, উত্তর চান্দলা গ্রামের আদি শিভ মন্দির পুজামন্ডপ, উত্তর চান্দলা গ্রামের বাংলাদেশ সেবা আশ্রম পুজামন্ডপ, পরিমল পাশের বাড়ী পুজামন্ডপ, ষাইটশালা গ্রামের কুমারপাড়া হরপুরের আশ্রম দুর্গা পুজা মন্ডপ, মকিমপুর গ্রামের গোপাল জিউর আখরা পুজা মন্ডপ, মাধবপুর গ্রামের নিখিল চন্দ্র রায়ের বাড়ী পুজা মন্ডপ, মাধবপুর গ্রামের পুকুর পাড় কৃষ্ণ বর্মণের বাড়ি পুজা মন্ডপ, মাধবপুর নিবারণ করের বাড়ী পুজা মন্ডপ, উত্তর চান্দলা গ্রামের পরিমল পালের বাড়ী পুজা মন্ডপ, মাধবপুর গ্রামের দক্ষিণপাড়া স্বর্গীয় শ্রী সুকুমার চন্দ্র শীল বাড়ীর পুজা মন্ডপ, চান্দলা ইউনিয়নের চান্দলা গ্রামের শ্রী শ্রী চান্দলা রামকৃষ্ণ সেবাশ্রম দুর্গা পুজা মন্ডপ, শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের দৌলতপুর দুর্গা পুজা মন্ডপ, দক্ষিণ শশীদল গ্রামের সূত্রধর বাড়ী দুর্গা পুজা মন্ডপ, উত্তর শশীদল গ্রামের সুনিল চন্দ্র শীলের বাড়ী দুর্গা পুজা মন্ডপ, সদর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের কার্তিক ভৌমিকের বাড়ী পুজা মন্ডপ, নন্দীপাড়া গ্রামের সূত্রধর বাড়ী পুজা মন্ডপ, মালাপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের রাধা গোবিন্দ মন্দির পুজা মন্ডপ, অলুয়া গ্রামের বিষ্ণুপদ সরকার বাড়ী পুজা মন্ডপ, মালাপাড়া গ্রামের সাধন সূত্রধর বাড়ী পুজা মন্ডপ, সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের আছিরাম সাহার বাড়ী দুর্গাপুজা মন্ডপসহ মোট ২০টি পুজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের শ্রী মনমোহন দে বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, রাজাপুর গ্রামের কর্মকার পাড়া শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, পাঁচোড়া গ্রামের শীল বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, শংকুচাইল পূর্ব পাড়া স্বর্গীয় পল্টু সাহা বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, রাজাপুর গ্রামের মিত্র বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, বাকশীমূল ইউনিয়নের ছোট হরিপুর (ছয়গ্রাম) স্বর্গীয় সুধীর ডাক্তারের বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, পালটি রাজাপুর গ্রামের শীল বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, বুড়িচং সদর ইউনিয়নের বুড়িচং বাজারের শ্রী শ্রী দক্ষিণা কালী বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, বুড়িচং গ্রামের নেপাল চন্দ্র রায়ের বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, বুড়িচং গ্রামের শ্রী অমর চাঁন সূত্রধরের বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, পূর্ণমতি গ্রামের পূর্ণমতি বজেন্দ্র সূত্রধরের বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, ষোলনল ইউনিয়নের কদম্বতলী গ্রামের পোদ্দার বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, আগানগর গ্রামের শ্রী শচীন্দ্র নম: বাড়ী সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজা মন্দির, আগানগর গ্রামের বিজয় দাসের বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, মিথিলাপুর গ্রামের পাল বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, কামারখাড়া গ্রামের সনাতন যুব সংঘ শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, ষোলনল গ্রামের অগ্রদুধ শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, ভান্তী গ্রামের শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী সংঘ শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, আগানগর গ্রামের শ্রী নরেশ দাসের বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, কামারখাড়া গ্রামের মাতৃ সংঘ সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, শিবরামপুর গ্রামের সূত্রধর বাড়ীর শ্রী শ্রী দূর্গা পুজা মন্দির, ভান্তী গ্রামের মাঝিবাড়ী শ্রী শ্রী দুর্গাপুজা মন্দির, পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের সূত্রধর বাড়ী শ্রী শ্রী শারদীয় দুর্গাপুজা মন্ডপ, উত্তরশ্যামপুর গ্রামের সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া গ্রামের শ্রী শ্রী গৌরনিতাই সেবা সংঘ শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, হরিণধরা গ্রামের শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী বাবার আশ্রম দুর্গাপুজা মন্দির, মিরপুর গ্রামের শ্রী দুর্গা চরণ সাহা বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, গন্ডুল গ্রামের স্বর্গীয় গৌরাঙ্গ ডাক্তার বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, বাগিলাড়া গ্রামের নাহা বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, দত্ত বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, শাহাদৌলতপুর গ্রামের ভক্তি উৎসব ফাউন্ডেশন শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, রামপাল গ্রামের কালা কবিরাজের বাড়ী শ্রী শ্রী সার্বজনীন দুর্গা পুজা মন্দির, পাইকপাড়া গ্রামের সূত্রধর বাড়ী শ্রী শ্রী দুর্গাপুজা মন্দির, মোকাম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের শ্রী নারায়ন দাসের বাড়ী শ্রী শ্রী দূর্গা পুজা মন্দির, মোকাম ভৌমিক বাড়ী নিপেন্দ্র ভৌমিকের বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, লোয়ারচর গ্রামের চৌধুরী বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, মনিপুর গ্রামের সুত্রধর বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, দূর্গাপুর গ্রামের শ্রী শ্রী রাধা কৃষ্ণ দূর্গা পুজা মন্দির, শিকারপুর গ্রামের দাস বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, কোরপাই পশ্চিমপাড়া শ্রী শ্রী কালী বাড়ী দুর্গা পুজা মন্দির, হালগাও গ্রামের ভৌমিক বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের হরিভূষণ পালের বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, ভয়েরপাড় গ্রামের অশিনী সরকারের বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দিরসহ মোট ৪৪টি পুজা মন্ডপে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। বুড়িচং উপজেলার ঝুঁকিপূর্ন ১৩টি পুজা মন্ডপ হলো- রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের শ্রী মনমোহন দের বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, মিত্র বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, পাঁচোড়া গ্রামের শীল বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির,ষোলনল ইউনিয়নের আগানগর গ্রামের শ্রী শচীন্দ্র নম: বাড়ী সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজা মন্দির, বিজয় দাসের বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির,মিথিলাপুর পাল বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, কামারখাড়া গ্রামের মাতৃ সংঘ সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, শিবরামপুর গ্রামের সুত্রধর বাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, ভান্তী গ্রামের মাঝিবাড়ী শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের সুত্রধর বাড়ীর শ্রী শ্রী শারদীয় দুর্গা পুজা মন্দির, উত্তর শ্যামপুর গ্রামের সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির, মোকাম ইউনিয়নের কোরপাই পশ্চিমপাড়ার শ্রী শ্রী কালী বাড়ী দুর্গা পুজা মন্দির, হালগাও গ্রামের ভৌমিক বাড়ী শ্রী শ্রী দূর্গা পুজা মন্দির। শারদীয় দূর্গা পুজা উৎসব কমিটির ব্রাক্ষণপাড়া উপজেলা সাধারণ সম্পাদক কিশোর কুমার দাস বলেন, আগামী শুক্রবার থেকে আনুষ্ঠানিক ভাবে পুজা শুরু হবে। ব্রাক্ষণপাড়া উপজেলায় এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ কোন মন্ডপের খবর আমাদের কাছে নেই। আমরা হিন্দু মুসলমানরা মিলে মিশে পুর্জা উদযাপন করি। পাশ্ববর্তী মুসলমান ভাইয়েরা আমাদেরকে সার্বিক ভাবে সহযোগীতা করে তাই আমরা কোন ধরণের ঝুঁকিতে নেই। বুড়িচং উপজেলার শ্রী শ্রী দক্ষিণা কালী বাড়ীর শ্রী শ্রী দুর্গা পুজা মন্দিদের সভাপতি স্বপন চন্দ্র কর্মকার বলেন, অন্যান্য বছরের মতো আমাদের পুজা উদযাপনের সকল কার্যক্রম সম্পূর্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আনসার সদস্য দিবে এবং মোবাইল টিম প্রস্তুত রেখেছে। স্থানীয় ভাবে পুজা উদযাপন করতে আমাদের কোন প্রতিবন্ধকতা নেই। আমরা সকলের আন্তরিক সহযোগীতায় শান্তিপূর্ণ ভাবে দুর্গা পুজা শেষ করতে পারবো বলে আশা রাখি। বুড়িচং গ্রামের স্বেচ্ছাসেবক কমিটির সদস্য সাগর চন্দ্র কর্মকার বলেন, যুবকদের নিজে একটি স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে। তারা সকল পূজার্থীদের নিরাপত্তার কাজ করবে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার বলেন, ঝুঁকিপূর্ণ পুজা মন্ডপের জন্য আলাদা ফোর্স মোতায়েন থাকবে এবং পুরো উপজেলার প্রত্যেকটি মন্ডপে আনসার সদস্য মোতায়েন করা হবে। তাছাড়া মোবাইল টিম মনিটরিংয়ে থাকবে।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া