বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রার্থীদের চোখে ঘুম নেই, ভোটারদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের চোখের ঘুম ততই হারিয়ে যাচ্ছে। ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দিপণা বৃদ্ধি পাচ্ছে। কিন্ত প্রার্থীদের মধ্যে বাড়ছে উৎকন্ঠা। প্রতিটি প্রার্থী তাদের কর্মী সমর্থকদের নিয়ে দৌড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের সমর্থন আদায় করতে এবং ভোট প্রদানের জন্য দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রæতি। কেউ বলছেন, গ্যাসহিন এই জনপদের ঘরে ঘরে গ্যাসের ব্যবস্থা করা হবে। এতে গৃহকর্তাদের চেয়ে গৃহকর্তিদের মুখে হাসি ফোটতে দেখা গেছে বেশী। ভোটারদের মধ্যে বৃহত্তম অংশ নারী ভোটার রয়েছে। যদি গ্যাসের সংযোগের বিষয়টি প্রার্থী ভালোভাবে নারী ভোটারদের নিকট সুন্দর ভাবে উপস্থাপন করতে পারে, তাহলে নারী ভোটাররা আনন্দ চিত্তে ভোট প্রদান করবেন। আবার কোন প্রার্থী তরুণ ও নতুন ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রæতি প্রদানের মাধ্যমে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই জনপদের অনেকটা অংশ ভারতীয় সীমান্তবর্তী এলাকা হওয়ায় যুবকদের অনেকেই মাদকের সাথে সম্পৃক্ত রয়েছে। কেউ কেউ মাদক মুক্ত সমাজ উপহার দেওয়ার প্রতিশ্রæতি প্রদান করে ভোটারদেরকে নিজের দিকে টানার চেষ্টা করছেন । কুমিল্লা-মীরপুর সড়কের যাত্রীদের ভোগান্তি লাঘব এবং জিপির চাঁদা বন্ধ করার প্রতিশ্রæতিও শুনতে পাওয়া যায়। কুমিল্লা-মীরপুর সড়কের যাত্রীদের নিত্যদিনের ভোগান্তি হচ্ছে অতিরিক্ত ভাড়া। এই ভাড়া নিয়ন্ত্রণে কোন কার্যকর ভূমিকা ছিল না। তাই এই ভাড়া নিয়ে যাত্রীরা বেশ কয়েকবার আন্দোলন করেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েও কোন রকম সঠিক সমাধান পাননি। ভোটারদেরকে বিভিন্ন উন্নয়ণমূলক কাজ বাস্তবায়ন করার প্রতিশ্রæতি দিয়ে নির্ঘূম চোখে ভোটের মাঠের এ প্রান্ত থেকে ঐ প্রান্তে ছুটে চলছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাাধারন সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান এমপি এডভোকেট আবুল হাসেম খান অসুস্থ থাকায় তার পক্ষে তার মেয়েসহ কয়েকজন নেতা ভোটের মাঠে দৌড়াচ্ছেন ভোটারদের বিভিন্ন প্রতিশ্রæতি দিয়ে। ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ এমএ জাহের দুই উপজেলার ব্যাপক উন্নয়ন করার পাশাপাশি মানুষের কর্মসংস্থান করার প্রতিশ্রæতি দিয়ে ভোটারদের মনযোগ আকর্ষণ করতে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বিএনপির একটি অংশকে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তিনিও বিজয়ী হলে এই অঞ্চলের জনগণের ব্যাপক উন্নয়ন করার প্রতিশ্রæতি প্রদান করছেন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে প্রার্থী ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পাটির সভাপতি জাহাঙ্গীর আলম নেতা কর্মীদের নিয়ে দু’ উপজেলার বিভিন্ন গ্রামে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা এহতাশেমুল হাসান রুমি যুবক ও তরুণদের একটি অংশকে সাথে নিয়ে দুই উপজেলায় ছুটে চলছেন। গণফোরামের কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আলীমুল এহসান রাসেল নতুন মুখ হিসেবেও বিভিন্ন অনিয়ম দূর্নীতি বন্ধ করা এবং মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় সার্বক্ষণিক কাজ করার প্রতিশ্রæতি নিয়ে গনসংযোগ করছেন। সুপ্রিম পাটির মুফতি বাকিবিল্লা দরবারে দরবারে ভক্তবৃন্দদের নিকট প্রচার প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা গেছে। প্রার্থীদের সাথে সাথে ভোটারদের চোখেও ঘুম নেই। আগামী ৭ জানুয়ারী শেষ হাসিটা কে হাসবে সেটা নিয়ে জল্পনা কল্পনার অন্ত নেই। প্রত্যেকেই আশাবাদী তার পছন্দের প্রার্থীই বিজয় লাভ করবে।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া