বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খান এমপি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকী। এরই মধ্যে কুমিল্লায় বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি হিসেবে অনেকে প্রার্থীতা জানান দিচ্ছেন। নিজের অবস্থান ধরে রাখার জন্য দলীয় নেতা কর্মীদের নিয়ে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন এডভোকেট আবুল হাসেম খান এমপি। ২০২১ সালে সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু মৃত্যুবরণ করার পর উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি নির্বাচিত হন তিনি। তারপর থেকে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। মরহুম এডভোকেট আবদুল মতিন খসরু এমপির পরে দুই উপজেলার আওয়ামীলীগের কান্ডারী হিসেবে তিনি মনে প্রাণে কাজ করে যাচ্ছেন। দলীয় অনেক নেতা কর্মী মনে করেন এডভোকেট আবুল হাসেম খান সাবেক মন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু’র শূন্যতা পুরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি দুই উপজেলায় আওয়ামীলীগের নেতা কর্মীদের মধ্যে দলীয় গ্রæপিং এবং কোন্দল নিরসনের কাজ করে যাচ্ছেন। তিনি আশাবাদী কুমিল্লা-৫ আসনের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতা কর্মীরা দ্বিধাদ্বন্ধ ভুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনার স্মাট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন এবং নেত্রীর হাত শক্তিশালী করার লক্ষে কাজ করে যাবেন। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি নিজের সর্বস্ব বিলিন করে কাজ করে যাবেন বলে জানান। মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছেন এবং আগামী দিনগুলোতে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার সর্বস্তরের মানুষকে নিয়ে এই এলাকার যাবতীয় সমস্যা সমাধান করে স্মাট বাংলাদেশের সাথে সাথে স্মাট বুড়িচং-ব্রাহ্মণপাড়া রূপান্তর করতে কাজ করবেন। বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং মসজিদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগীতা করে যাচ্ছেন। তিনি বলেন, প্রার্থীতা মনোনয়নে আমি এগিয়ে আছি। আমি বর্তমান সংসদ সদস্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি। ১৯৫৫ সালের ৩১ ডিসেম্বর আবুল হাসেম খান কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ঘিলাতলা গ্রামে জন্মগ্রহন করেন। তিনি বি.এ ও এলএলবি শিক্ষাজীবন শেষ করে আইন পেশায় নিয়োজিত হন। পাশাপাশি তিনি রাজনীতিতেও বেশ সক্রিয়। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ১৯৬৬ সালে ছাত্রলীগের প্রাথমিক সদস্যের মধ্য দিয়ে তিনি রাজনীতিতে আসেন। ১৯৬৯ সালের গনঅভুথ্যান, ১৯৭০ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা ও ১৯৭১ সালের মুক্তিযোদ্ধে সরাসরি অংশগ্রহন করেন। তিনি বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ১৯৮৬ ও ১৯৯৩ সালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৩ ও ২০২০ সালে দুই বার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। ১৯৮৬ সাল থেকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্যও হন তিনি। ২০২১ সালে এই আসনে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনটিতে আওয়ামীলীগের অবস্থান বেশ শক্ত বলে দাবী করেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খান এমপি।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া