বুড়িচং বিজয়পাড়া জামে মসজিদের ১৯তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

গত ২৩ জানুয়ারি মঙ্গলবার বুড়িচং বিজয়পাড়া জামে মসজিদের উদ্যোগে ১৯তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মোঃ আবুল হাসেম মাস্টারের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন নাগাইশ দরবার শরীফের পীর হযরত মাওলানা মোশতাক ফয়েজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন ক্যান্টনমেন্ট বোর্ড মসজিদের খতিব মাওলানা হাফেজ গোলাম রাব্বানী, কলরব শিল্পীগোষ্ঠীর সদস্য হাফেজ ক্বারী রিয়াদুল ইসলাম ছিদ্দিকী, শ্রীপুর ইসলামীয়া ফাযিল মাদ্রসার সাবেক আরবী প্রভাষক মাওলানা মোঃ আকরামুল হক, বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ ফারুক হোসাইন, বড়িচং বিজয়পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ জাকারিয়া খান, জগতপুর এ.ডি.এইচ ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ শরিফুল্লাহ খান, কুমিল্লা ভাটার পুকুরপাড় জামে মসজিদের খতিব মাওলানা সাব্বির বিন জসিম। ক্বারী মোহাম্মদ মানছুর হাসানের সঞ্চালনায় মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টম্যান্টের প্রেসিডেন্ট ও প্রথম শ্রেণীর ঠিকাদার সোহেল আহমদ, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান, ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ নসু মিয়া, সাবেক মেম্বার মোঃ মফিজুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন আলহাজ্জ মোঃ আবদুর রশিদ মাস্টার, আলহাজ্ব মোঃ আবদুল লতিফ মাস্টার, আলহাজ্ব মোঃ তফাজ্জল হোসেন মাস্টার, মোঃ ওসমান খান মাসাটার, মোঃ আবু তাহের সর্দার, আলহাজ্ব মোঃ আবুল কাশেম, বড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৮নং ওয়ার্ড সভাপতি কৃষিবিদ মোঃ আল আমিন ভূইয়া, ছাত্রলীগের বুড়িচং সদর ইউনিয়ন সভাপতি প্রার্থী ইকবাল হোসেন মেহেদী প্রমুখ

  • বুড়িচং