‘বাড়ছে দূর্ঘটনা’ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার বিভিন্ন সড়কে সিএনজি চালিত অটোরিক্সা ও ইজিবাইক বেপরোয়া

লেখক: স্টাফ রিপোটার
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সড়কে সিএনজি চালিত অটোরিক্সা ও মোটর চালিত ইজিবাইক বেপরোয়া চলাচলের কারণে দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এতে সড়কে ঝড়তে তাজা প্রাণ এবং হাত পা হারিয়ে পঙ্গুত্ব বরন করছে অনেকেই। কুমিল্লা- মীরপুর সড়ক, কুমিল্লা বাগড়া সড়ক, ক্যান্টম্যান্ট কোম্পাগঞ্জ সড়ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কংশনগর-নিমসার সড়ক, বুড়িচং-রামপুর সড়ক, বুড়িচং- পীরযাত্রাপুর সড়ক, বুড়িচং-রাজাপুর সড়ক, বুড়িচং কালিকাপুর সড়ক, বুড়িচং-সাদকপুর সড়ক, সাদকপুর-কংশনগর সড়ক, ব্রাহ্মণপাড়া- দুলালপুর সড়ক, ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়ক, ব্রাহ্মণপাড়া- সিদলাই সড়ক, চান্দলা মন্দভাগ সড়কসহ ছোট বড় বিভিন্ন সড়কগুলোতে লাইসেন্সবিহীন মোটর চালিত অটোরিক্সা ও সিএনজি চালিত অটোরিক্সা বেপরোয়া গতিতে চলাচল করছে। এই যানবাহনগুলোর বেশির ভাগ ড্রাইভারদের নেই কোন অভিজ্ঞতা ও ড্রাইভিং লাইসেন্স। সড়কে গাড়ী চালানোর মতো কোন অভিজ্ঞতা ও দক্ষতা কোন কিছুই নেই। যার ফলে প্রতিয়তই দূর্ঘটনার ঘটনা ঘটছে। গত ১৭ ফেব্রæয়ারী দুপুরে বুড়িচং উপজেলার মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শ্যামপুর গ্রামের মোঃ মোকবুল হোসেন ভূঁইয়া সাদকপুর কংশনগর সড়কের দক্ষিনশ্যামপুর এলাকায় সড়কের পাশে দাঁড়ানো থাকা অবস্থায় সিএনজি চালিত অটোরিক্সা বেপরোয়া গতিতে মোকবুল হোসেন ভূঁইয়ার উপর উঠিয়ে দেয়। এতে মোকবুল হোসেন ভূঁইয়ার হাটু কটি ভেঙ্গে যায়। তিনি বর্তমানে কুমিল্লা তিতাস মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আছেন। গত ২০ ফেব্রæয়ারী কুমিল্লা মীরপুর সড়কের শাসনগাছা এলাকায় মোটর চালিত অটোরিক্সা ও সিএনজি চালিত অটোরিক্সার সংর্ঘষে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্র ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন গ্রামের জুলকার নাঈমের একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়। সে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। ২৩ ফেব্রæয়ারী সকালে কুমিল্লা মীরপুর সড়কের পালপাড়া এলাকায় ইপিজেড কর্মী বুড়িচং উপজেলার খাড়াতাইয়া গাজীপুর এলাকার মোঃ জাহিদুল ইসলাম সবুজ সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের টিটু মিয়ার ছেলে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এরকম অসংখ্য ঘটনা আছে। সচেতন মহলের দাবী মানুষের জীবনের নিরাপত্তার জন্য সড়কে চলাচলকারী সিএনজি চালিত অটোরিক্সা ও মোটর চালিত অটোরিক্সার ড্রাইভারদের প্রশিক্ষন দেওয়া প্রয়োজন। প্রশিক্ষন ছাড়া কোন ড্রাইভার যেন সড়কে গাড়ী চালাতে না পারে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া