প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন দেশ বরেণ্য সাংবাদিক নাঈমুল ইসলাম খান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হলেন দেশবরেণ্য প্রখ্যাত সাংবাদিক এবং আধূণিক সংবাদপত্রের রূপকার দৈনিক আমাদের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস সম্পাদক, দৈনিক আমাদের অর্থনীতি ও আওয়ার টাইমের সম্পাদক নাঈমুল ইসলাম খান। সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দিচ্ছেন সরকার। গত ২৮ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ.কে.এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি অবহিত করা হয়। এতে বেতন নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার টাকা। একই সাথে সরকারী সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন তিনি। তার নিয়োগের সারসংক্ষেপ এরই মধ্যে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। চলতি বছরের ১০ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল মারা যাওয়ায় দীর্ঘ আড়াই মাস ধরে পদটি শূণ্য ছিল। দেশের প্রতিযশা সাংবাদিক ও সম্পাদক নাঈমুল ইসলাম খানকে প্রেস সচিব পদে নিয়োগ দিয়ে পদটি পূরণ করতে চান প্রধানমন্ত্রী। দু একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রী যতদিন ইচ্ছাপোষণ করবেন ততদিন নাঈমুল ইসলাম খান প্রেস সচিব পদে দায়িত্ব পালন করবেন। দেশ বরেণ্য সাংবাদিক ও সম্পাদক নাঈমুল ইসলাম খান দৈনিক আজকের কাগজ ও দৈনিক ভোরের কাগজের মাধ্যমে দেশের সংবাদপত্র জগতে নতুন ধারার সৃষ্টি করেছেন। এরপর দৈনিক আমাদের সময় প্রকাশ করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেন। বাংলাদেশে নতুন ধারার সাংবাদিকতা শুরুর ক্ষেত্রে তাকে পথিকৃৎ মনে করা হয়। বিশেষ করে ইত্তেফাক ও সংবাদ যুগের পর আজকের কাগজের মাধ্যমে বাংলাদেশে সাংবাদিকতার যে নতুন বিপ্লবের সূচনা হয়েছিল, সেই বিল্পবের নেতৃত্ব দিয়েছিলেন নাঈমুল ইসলাম খান। তিনি ভোরের কাগজ থেকে পদত্যাগ করার পর দৈনিক আমাদের সময় পত্রিকাটি চালু করেন। নাঈমুল ইসলাম খানের আজকের কাগজকে অনুসরণ করে আজ বাংলাদেশে অনেক দৈনিক পত্রিকার জন্ম হয়েছে। আমাদের সময়ের ঘরনার একাধিক দৈনিক আছে বর্তমান বাজারে। নাঈমুল ইসলাম খান ১৯৫৮ সালের ২১ জানুয়ারী কুমিল্লায় জন্মগ্রহন করেন। তার পিতা নুরুল ইসলাম খান ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, প্রখ্যাত আইনজীবী ও এমএনএ। নাঈমুল ইসলাম খান পিতা-মাতার ৬ সন্তানের মধ্যে সবার বড়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে তিনি সাংবাদিক ও মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন। টেলিভিশনে টকশোর আলোচক হিসেবে দেশব্যাপী তার সুনাম রয়েছে। অভিনন্দন–দৈনিক আমাদের কুমিল্লার সম্পাদক নাঈমুল ইসলাম খান সচিব পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রিমা, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক ও কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরান, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার দপ্তর সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু।

  • কুমিল্লা