পুলিশের সাবেক আইজিপি আব্দুর রউফকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মারা গেছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত এগারোটায় রাজধানীর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গত কিছুদিন পূর্বে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে ভর্তি করান স্বজনরা। পরে গত বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত এগারোটায় ওই হাসপাতালেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাতটায় তাঁর গ্রামের বাড়ি উপজেলার ষাইটশালায় তার প্রতিষ্ঠিত ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অর্নার দেওয়া হয়। পরে বাদ যোহর পুলিশ হেডকোয়ার্টার রাজারবাগ পুলিশ লাইনে তাঁর দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাঁর বাসভবনের পাশে তৃতীয় জানাযা শেষে আজিমপুর গোরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ এডভোকেট আবুল হাসেম খান এমপি, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরীসহ সকল শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেন।

  • কুমিল্লা