নির্বাচন পক্ষপাতিত্ব করলে ছাড় দেয়া হবে না-মিজানুর রহমান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার ইউনিয়ন পর্যায়ের সচিব হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নিয়ে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভা ২৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের কুমিল্লার উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, আপনারা সরকারী চাকরী করেন। আপনাদের মনে রাখতে হবে সরকার চেয়েছে নিরপেক্ষ নির্বাচন করতে। আপনারা যারা হিসাব সহকারী, সচিব কিংবা গ্রাম পুলিশসহ যারাই স্থানীয় সরকারের অধীনে চাকরী করছেন তারা নিরপেক্ষ থাকবেন। কোন ভাইয়ের পক্ষে মিছিল মিটিংয়ে যেতে পারবেন না। আগে যা করেছেন তা ভুলে গিয়ে আজকের পর থেকে নিরপক্ষ থাকবেন। আর এই কথার ব্যতয় হলে যদি কারো ছবি ভিডিও কিংবা কোন প্রমান পাওয়া যায় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পক্ষপাতিত্ব করলে কাউকে ছাড় দেয়া হবে না। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম। সভায় আসন্ন নির্বাচন উপলক্ষে প্রত্যেকের নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা,ভোটারদের নিরাপত্তা, ভোটের দিন ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক ধারনা দেওয়া হয়। মতবিনিময় সভায় বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নের সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ১০৭ জন ইউপি সদস্য ও ৯০ জন গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

 

  • বুড়িচং