জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‌্যালী ও আলোচনা সভা

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১২ মাস আগে

Spread the love

বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্য্যালয়ের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ লুৎফা ইয়াছমীনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। এ সময় নারীনেত্রী শিরিন আক্তার, দেলোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দরা কন্যাশিশুদের সুরক্ষা, শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য রোধ, নির্যাতন থেকে রক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বাল্যবিবাহ বন্ধে কার্যকর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

  • ব্রাহ্মণপাড়া