গোসল-কাফন ও জানায ছাড়াই লাশ দাফন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

হাফসা ওরফে আয়েশা (২৩)। প্রতারক স্বামী খপ্পরে পরে প্রাণ গেলো মা ও সন্তানের। গোসল কাফনের কাপড় না পরিয়ে জানাজা না দিয়ে হাফসা ওরফে আয়েশাকে নবীপুর কেন্দ্রীয় কবরস্থানে মাটিচাপা দিয়েছে প্রতারক স্বামী জাহাঙ্গীর আলম (২৮)। আয়েশা জাহাঙ্গীর আলমের স্ত্রী নয় । জাহাঙ্গীর আলম বিয়ে করেনি তাকে। জাহাঙ্গীর আলম এখনও অবিবাহিত রয়েছে। এ ঘটনা নবীপুর গ্রামে চাঞ্চল্য সৃস্টি হয়েছে। নবীপুর গ্রামের সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নবীপুর গ্রামের মৃত ফজলু চকিদারের ছেলে প্রবাসী শরিফ উদ্দিনের স্ত্রী’র জোনাকি ঘরে ঝিয়ের কাজ করতো ব্রাক্ষণপাড়া উপজেলা চাঁনলা গ্রামের সাবেক মৃত আঃ রহমান মেম্বারের মেয়ে হাফছা ওরফে আয়েশা। এসুবাধে নবীপুর গ্রামের আলী আকবরের ছেলে জাহাঙ্গীর আলম (২৮) এর সাথে হাফছা ওরফে আয়েশা পরিচয় ঘটে। এই পরিচয়ে জাহাঙ্গীর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবৈধভাবে দৈহিক মেলামেশা করে হাফসা ওরফে আয়েশার সাথে। এতে করে আয়েশার গর্ভে বাচ্চা আসে। আয়েশা জাহাঙ্গীর আলমকে গর্ভের সন্তানের কথা জানালে জাহাঙ্গীর গর্ভের সন্তান নস্ট করার জন্য আয়েশাকে ঔষূধ খাওয়ায়। এতে আয়েশা গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যায় এবং হাফসা ওরফে আয়েশা খুবই অসুস্থ হয়ে যায়। পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসার অবস্থায় সে মারা যায়। কুমিল্লা কোতয়ালী থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল আয়েশাকে ভর্তি করার সময় জাহাঙ্গীর আলম ঠিকানা গোপন করে। জাহাঙ্গীর হাসপাতাল থেকে পালিয়ে যায় এবং মোবাইল নাম্বার বন্ধ করে দেয়। কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আয়েশার লাশ নবীপুর এনে কাউকে না জানিয়ে আয়েশার লাশ গোসল ছাড়া কাফন ছাড়া ও জানাজা না পরিয়ে গোপনে নবীপুর কেন্দ্রীয় কবরস্থানে আয়শাকে গোপনে দাফন করে। শরিফের স্ত্রী জোনাকি বলেন, হাফছা ওরফে আয়েশা আমার বাড়ীতে কাজ করেছে আড়াই মাস। যখন দেখছি জাহাঙ্গীরের সাথে দিন রাত কথা বলছে তখন আমি বিদায় করে দিয়েছি। হাফছাকে জাহাঙ্গীর বিয়ে করে নাই। মামলা থেকে বাঁচার জন্য বলছে বিয়ে করছে। হাফসার বাবা মারা গেছে, মা অন্যত্র বিয়ে করে চলে গেছে। তাই এই ঘটনা খোঁজখবর নেওয়ার মত তার কেউ নেই । অভিযুক্ত জাহাঙ্গীর আলম সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে সাথে কথা বলা যায়নি। ইউপি’র সদস্য মাইন উদ্দিন বলেন, তিনি লোক মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানতে পারে মেয়েটি জাহাঙ্গীরের পরিচিত। কেউ কেউ বলে স্ত্রী হাফসা ওরফে আয়েশা। নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন, জাহাঙ্গীর আলম হাফছাকে বিয়ে করছে এমন কোন ডকুমেন্ট নাই। মুরাদনগর থানা এসআই মুর্শেদ বলেন, অফিসে আসেন। সাক্ষাৎতে কথা বলি।

  • মুরাদনগর