কুমিল্লায় বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণে নারীদের করণীয় শীর্ষক নারী সমাবেশ ও মতবিনিময় সভা

লেখক: প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Spread the love

বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণে কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় শিলমুড়ী ইউনিয়নে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান নিখিল চন্দ্র দাস ও আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সোলেয়মান হোসেন। নারী সমাবেশে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম। নারী সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার মো: সাইফুল আলম। বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণ, সাম্প্রদায়িক সম্প্রতি, স্বাস্থ্যসুরক্ষা, জন্মনিবন্ধন, শিক্ষা, স্যানিটেশন, শিশুর সুস্বাস্থ্য, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণের ও নারীদের অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে সবার অংশগ্রহণ নিশ্চিতের জন্য শিক্ষা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। নারীদের গৃহস্থলি কাজের পাশাপাশি কারিগরিমূলক শিক্ষা বা ট্রৈইনিং গ্রহণ খুবই জরুরী। নারীদের তথ্যে স্বনির্ভর ও কর্তব্য পরায়ন হতে হবে। সকলক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠা ও চাকুরীতে নারীর অংশগ্রহণ নিশ্চিত জরুরী। সকল শিশুদের নৈতিক শিক্ষা ও বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান।

  • কুমিল্লা