কুমিল্লায় গুলিতে আহত আইনজীবীর মৃত্যু

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

Spread the love

জনতার তীব্র গণআন্দোলনের মুখে হাসিনার পদত্যাগের পর গত ৫ আগস্ট কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে আহত এক আইনজীবীর মৃত্যু হয়েছে। তার নাম অ্যাডভোকেট আবুল কালাম। ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫৭ বছর। জেলা আইনজীবী সমিতির সদস্য আবুল কালাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। তার মৃুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া। অ্যাডভোকেট আবুল কালামের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার পূর্ব কাজিরগাঁও গ্রামে। স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে তিনি কুমিল্লা শহরের রানীর দিঘিরপাড় এলাকায় বসবাস করতেন। ২০০২ সাল থেকে কুমিল্লা জেলা জজ আদালতে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি। জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বিকেলে কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় কুমিল্লা হাই স্কুলের সামনে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। একই সময়ে হামলার শিকার হন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কুও। হামলা চলাকালে এডভোকেট আবুল কালামের শরীরে বিভিন্ন আঘাতের পাশাপাশি কোমরে শট গানের গুলি লাগে। গুলি লাগার পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া জানান, শুনেছি গত পাঁচ আগস্ট অস্ত্রধারী সন্ত্রাসীরা অ্যাডভোকেট আবুল কালামকে গুলি করে। পরে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শুক্রবার সকাল দশটায় জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হবে। আবুল কালামের মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

  • কুমিল্লা