কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের বন্দীদের মাঝে এপেক্স ক্লাব কুমিল্লার শীতবস্ত্র বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের অন্যতম সংগঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা গত রোববার বিকেলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের শতাধিক অসহায় বন্দীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এপেক্স ক্লাব অব কুমিল্লার সভাপতি এপে. এ বি এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে শীত বস্তু বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মামুনুর রশীদ। এপেক্সিয়ানদের মধ্যে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের পিএনইডি এপে. হাবিবুর রহমান চৌধুরী, এপেক্স ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি এপে. সাংবাদিক শাহাজাদা এমরান, ক্লাবের বর্তমান বর্ষের সিনিয়র সহ সভাপতি এপে. মাহফুজুর রহমান, সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর এপে. জসিম উদ্দিন ভুইয়া, ফ্লোর মেম্বার শবনম আকার প্রমুখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, প্রত্যেকটি মানুষেরই নিজ পেশার কাজটি যথাযথ পালন করার পর সামাজিক কাজও করা উচিত। এপেক্স ক্লাব অব কুমিল্লা আজ যে মহৎ কাজটি করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমি মনে করি সমাজের প্রত্যেকেরই উচিত নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা। সংক্ষিপ্ত আলোচনার পর অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ এপেক্সিয়ানরা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের শতাধিক বন্দীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

  • কুমিল্লা