“উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া” বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যারা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার নিকটবর্তী উপজেলার নাম হলো বুড়িচং উপজেলা। এ উপজেলাটির আয়তন ১৬৩.৭৬ বর্গকিলোমিটার। বর্তমানে ৯টি ইউনিয়নের সমন্বয়ে উপজেলাটি গঠিত। ২০০৮ সালে বুড়িচং উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করে। তার মধ্যে আওয়ামীলীগের প্রার্থী ছিলেন সাজ্জাদ হোসেন স্বপন ও অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ এবং বিএনপির প্রার্থী ছিলেন এটিএম মিজানুর রহমান। সেই সময় নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী সাজ্জাদ হোসেন জয়লাভ করে উপজেলা পরিষদের চেয়ারম্যানের আসনে বসেন। তার ৫ বছর পর আবারও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাজ্জাদ হোসেন প্রার্থী হন এবং আওয়ামীলীগের প্রার্থী হন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার ও বিএনপির প্রার্থী হোন এটিএম মিজানুর রহমান। এই বছর এটিএম মিজানুর রহমান আওয়ামীলীগের দুই প্রার্থী সাজ্জাদ হোসেন ও আখলাক হায়দারকে পরাজিত করে বিজয় লাভ করে ৫ বছর উপজেলা পরিষদের অভিভাবকের দায়িত্ব পালন করেন। তার পরবর্তী বছর দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী কোন প্রার্থী হয় নাই। আওয়ামীলীগের দলীয় মার্কা নৌকা নিয়ে নির্বাচন করেন সাবেক এমপি এডভোকেট আবুল হাসেম খান এবং স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করেন আখলাক হায়দার। আখলাক হায়দার স্বতন্ত্রপ্রার্থী হিসেবে জয়লাভ করে উপজেলার অভিভাবকের আসনে বসেন। অপর দিকে সাবেক মন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু মারা যাওয়ায় এই আসনে উপনির্বাচনে বিনা ভোটে এডভোকেট আবুল হাসেম খান এমপি নির্বাচিত হন। ২০২৪ সালে এপ্রিল থেকে মার্চ মাসের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা। তারই আলোকে বুড়িচং উপজেলায় সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে তাদের প্রার্থীতা জানান দিচ্ছেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও কুমিল্লা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী, বুড়িচং উপজেলা যুবলীগের সাবেক সেক্রেটারী এবং বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সেক্রেটারী এবং বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রেজাউল করিম, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ সাইফুল আলম, বুড়িচং উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বুড়িচং উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন জাহের এবং বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান।

  • বুড়িচং