আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‌্যালী ও আলোচনা সভা

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Spread the love

“মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কবির আহামেদ। এসময় শিক্ষা কর্মকর্তা হালিমা পারভীন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, ইউনিয়ন সমাজকর্মী আল-আমিন, বেলায়েত হোসেন, আশিক, হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রবীণরা উপস্থিত ছিলেন। সভায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের মর্যাদা তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া