আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আব্দুল মতিন খসরু…আবুল হাসেম খান এমপি

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি বলেছেন, গণমানুষের নেতা সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু তার কৃতকর্মের মাধ্যমে আজীবন সকল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তিনি বুড়িচং -ব্রাহ্মণপাড়া ব্যাপক উন্নয়ন করেছেন যার কারণে আজও মানুষ ভুলে যায়নি। আজ এই খেলায় অসংখ্য মানুষের সমাগমে বোঝা গেছে মানুষ কতটা তাকে ভালোবাসে।আমি মরহুমের রুহের মাগফেরাত কামনা করি। (১৬ মার্চ ২০২৩) বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খানের আয়োজনে সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আব্দুল মতিন খসরু এমপি হোন্ডা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যকালে আবুল হাসেম খান এমপি এসব কথা বলেছেন।তিনি আরো বলেন খেলাধুলা মানুষকে সকল অপরাধ থেকে দূরে রাখে। এসময় তিনি যুবসমাজকে মাদক ও অন্যান্য অপরাধ থেকে দূরে থাকার জন্য আহ্বান করেন। বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অসংখ্য মানুষের উপস্থিতি হোন্ডা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন ভরাসার ড্রাইভার মালিক সমিতি একাদশ বনাম শিবরাম ফুটবল একাদশ। এতে শিবরামপুর ফুটবল একাদশ ভরাসার ড্রাইভার মালিক সমিতি একাদশ কে ২-১ গোলে পরাজিত করে শিবরামপুর ফুটবল টুর্নামেন্টে হোন্ডা কাপ চ্যাম্পিয়ান হয়। খেলার বিশেষ আকর্ষণ ছিলো নাইজেরিয়া খেলোয়াড়। খেলায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক আইন মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু”র সহধর্মিণী বিশিষ্ট নারী নেত্রী ও সমাজ সেবক সেলিনা সোবহান খসরু। খেলায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার এবং পরিচালনা করেন আয়োজক উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউল করিম খোকন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, জেলা আইন জীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল মোমিন ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুস সোবহান খন্দকার সেলিম। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের,ভারেল্লা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক। আ’লীগের সহ-সভাপতি হাজী মোঃ নেওয়াজ আলী সর্দার, যুবলীগ নেতা হিরো মিজান, সুমন ভূইয়া, নাসির উদ্দীন, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক হাসান আহাম্মদ সুমন, সাহাব উদ্দিন সোহাগ, হাবিবুর রহমান ইমন, আশ্রাফুল, প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ রায়েল বাবু, সহকারী রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন ইসমাইল হোসেন নয়ন, এম জাকির হোসেন, এম সাইফুল ইসলাম রনি, ইকবাল হোসেন মাষ্টার, আব্দুল হক মাষ্টার, ফারুক আহমেদ মাষ্টার। খেলায় ধারা ভাষ্যকার হিসেবে ধারা বিবরণী করেন সামসুল হক সানী। অনুষ্ঠান শেষে প্রদান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান, প্রধান বক্তা সেলিনা সোবহান খসরু,ও সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

  • বুড়িচং