আগামী দিনের স্মাট বাংলাদেশ গড়বে আজকের শিক্ষার্থীরা- আবু জাহের এমপি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনা আগামী দিনের স্মাট বাংলাদেশ গড়বে আজকের শিক্ষার্থীরা। তারা এই দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য লেখা পড়ার বিকল্প নেই। কোন শিশু যেন লেখা পড়া ছেড়ে না দেয় সে দিকে অভিভাবদেরকে কঠোর দৃষ্টি রাখতে হবে। গত রোববার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পোমকাড়া ছিদ্দিকুর রহমান এন্ড হাকিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ আসনের এমপি আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এসব কথা বলেন। অনুষ্ঠানে পোমকাড়া ছিদ্দিকুর রহমান এন্ড হাকিম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী আবুল হাসেম সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আলাউল আকবর। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য সাইদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আনোয়ার আজিম কাশেম, সাবেক ইউপি চেয়ারম্যান কাশেদুল ইসলাম বাবু ভূইয়া, আওয়ামীলীগ নেতা কাজী খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. শরিফ আহাম্মেদ, যুবলীগ নেতা মো. জালাল উদ্দিন, নবীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আবু মোছা মোল্লা, মধুমতি হসপিটালের চেয়ারম্যান নাজমুর হাসান শরীফ, ইউপি সদস্য আবুল বাশার বাদল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মো. ওমর ফারুক।

  • ব্রাহ্মণপাড়া