অবহেলিত জনপদ বুড়িচং- ব্রাহ্মণপাড়া উপজেলায় ব্যাপক উন্নয়ন করা হবে-এম এ জাহের এমপি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার অবহেলিত দুই উপজেলা বুড়িচং- ব্রাহ্মণপাড়া। এ দুই উপজেলার উন্নয়ন এখন সময়ের ব্যাপার মাত্র। আপনারা যে স্বপ্ন নিয়ে আমাকে এমপি বানিয়েছেন, অচিরেই তার সুফল দেখতে পারবেন। ইতিমধ্যে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়নের লক্ষে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কুমিল্লা জেলার ১৭ টি উপজেলার মধ্যে বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা হিসাবে রূপান্তরিত করা হবে ইনশাআল্লাহ। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নব নির্বাচিত এমপি এম এ জাহেরকে গত শনিবার বুড়িচং উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে এমএ জাহের এমপি এ কথাগুলো বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদ পারভেজ রেজা লতিফের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির ও মোঃ শাহিন কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত এমপি এম এ জাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম চৌধূরী, রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মোঃ সফিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেক লীগের সদস্য ইঞ্জিনিয়ার মোঃ রাসেল, অধ্যাপক মোঃ খোরশেদ আলম, ইঞ্জিনিয়ার রফিকুর ইসলাম, কৃষি ব্যাংকের এজিএম আলহাজ্ব আলী আজগর, আওয়ামীলীগ নেতা মোঃ আবদুল মোনাফ, সাবেক ইউপি সদস্য মোঃ শাহীন কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল গফুর। এছাড়া বক্তব্য রাখেন রাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, রাজাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস সাত্তার মামুন, আব্দুল জলিল সর্দার, দাতা সদস্য হাজী আব্দুল মোমিন, সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবির খান, যুবলীগ নেতা স্বপন দেওয়ান, জসিম উদ্দিন, আব্দুস সালাম রানা চৌধূরী, সহকারী প্রধান শিক্ষক মোঃ মোহন মিয়া প্রমুখ।

  • বুড়িচং