‘অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের’৪র্থ বার বিভাগীয় এবং ৬ষ্ঠ বার জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত

লেখক: মো: তাজুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ৪র্থ বারের মতো চট্টগ্রাম বিভাগে এবং ৬ষ্ঠ বারের মতো কুমিল্লা জেলায় (কারিগরি) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কারিগরি শিক্ষাবোর্ডের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের। অত্র প্রতিষ্ঠানটিও এ বছর ২য় বারের মত বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) হওয়ার গৌরব অর্জন করেছে। তিনি বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতা মরহুম আব্দুল মজিদ ডিলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন। ইতিপূর্বে তিনি ২০১৬, ২০১৮ ও ২০২২ সালে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। এছাড়া ২০১৮ সালে তার পরিচালিত প্রতিষ্ঠানটিও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয়। অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের ১৯৯২ সালে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজে হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসেবে তিনি চাকুরী জীবন শুরু করেন। ঐ কলেজে কর্মরত অবস্থায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০০০ এ তিনি উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) হওয়ার গৌরব অর্জন করেন। বুড়িচং মডেল একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাদের মধ্যে অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের সভাপতিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।এছাড়া তিনি ফজলুর রহমান মেমোরিয়্যাল ট্রাস্ট ও বুড়িচং মডেল ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন সদস্য। ইতিমধ্যে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য জ্ঞান তাপস ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ এ্যাওয়ার্ড-২০১৯,সাইথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২০ পদকে ভূষিত হয়েছেন। এই সাফল্যের জন্য তিনি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ, অভিভাবকসহ সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করে মহান আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করেন।

  • বুড়িচং