নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

নাঙ্গলকোটে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন অষ্টগ্রাম পুর্ব পাড়ার হিন্দু বাড়ীর লিটন সূত্রধরের পুত্র আনন্দ সূত্রধর (৫) ও যুবরাজ সূত্রধরের পুত্র পাবন সূত্রধর (৫)। সোমবার সকালে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুজনেই মারা যায়। স্থানীয় সূত্রে যায়, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রাম পূর্ব পাড়ার গ্রামের একই পরিবারের দু’জন চাচাতো-জেঠাতো ভাই। পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিতে চলে গেলে ঘটনাস্থলে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। পরে খুঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠলে তাদেরকে মৃত পাওয়া যায়। একসাথে দুজন শিশুর মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওলি উল্লাহ বলেন, নিহত শিশু দু’জনই আমার বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সম্পর্কে তারা দুজন চাচাতো-জেঠাতো ভাই। ইউপি সদস্য সাকের হোসেন বলেন, খবর পেয়ে তাদের বাড়িতে গিয়েছি, নাঙ্গলকোট থানার ডিউটি অফিসার শাহজালাল বলেন, মৃত্যুর বিষয় থানায় কেউ অবগত করেনি, আপনার মাধ্যমে আমি জেনেছি। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব বলেন, তথ্যটি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি, একই পরিবারের দু’জন সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। স্থানীয় বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল।

  • নাঙ্গলকোট