ব্রাহ্মণপাড়ায় অনুমোদনহীন ভবন নির্মাণে ৩ লক্ষ টাকা জরিমানা

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অনুমতি ছাড়া আইন অমান্য করে বহুতল ভবন নির্মাণ করায় ৬ ভবন মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। রবিবার উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা অনুমোদনহীন ভবন নির্মাণ করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ করায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ৬ ভবন মালিক ইমারত/স্থাপনা নকশা অনুমোদন ও ভবনের গুনগত মান নিশ্চিতকরণ বিষয়ক কমিটির অনুমোদন ব্যাতিরেকে ইমারত নির্মাণের অপরাধে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৩ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করে। দন্ডকৃতরা হলো- রুকু মিয়া (৩৬) আব্দুল মতিন(৬৫) হাজী সুমন মিয়া (৩৮) আনোয়ার হোসেন (৩৮) শামসুন্নাহার ও ইমরান হোসেন (৪১)। অভিযানে উপজেলা প্রকৌশলী ও সদর ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া