বুড়িচং ডাক্তার খানার উদ্যোগে মাস ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

নিজস্ব প্রতিবেদক।।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং ডাক্তার খানা’র উদ্যোগে মাস ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ মার্চ ২০২৩ ) বুড়িচং ডাক্তার খানার আয়োজনে বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। সকাল ৮ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেডিসিন, ডায়াবেটিস, রক্তের গ্রæপ নির্নয়, হেপাটাইটিস বি ভাইরাস পরিক্ষা, জন্ডিস পরিক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রায় ২ শত অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়। ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন। চিকিৎসা সেবা দিতে বিভিন্ন হাসপাতালের ২ জন ডাক্তার নিয়োজিত ছিলেন। মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম ঠিকাদার। চিকিৎসা সেবায় ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের জেনারেল ফিজিশিয়ান ডাক্তার মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া ইমন,ডাক্তার সুমনা ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি হাজী মোঃ মফিজুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুল ইসলাম,শিক্ষানবিশ আইনজীবী শাওন, জাতীয় সাংবাদিক সংস্থার বুড়িচং উপজেলা সাধারণ সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির প্রচার সম্পাদক শরিফুল ইসলাম সুমন,সহযোগীতায় শামীম, উজ্জ্বল, সবুজ, রিয়াদ,নাঈমসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা। ডাক্তার মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া ইমন বলেন, আমাদের উদ্দেশ্য চিকিৎসার মাধ্যমে অসহায় মানুষের সেবা করা। ফ্রি মেডিকেলে ক্যাম্পের মাস ব্যাপী সেবা প্রদান করা হবে। সবসময়ই যেন এই সেবা প্রদান করতে পারেন সেই পত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু বাকশীমূল এলাকায় নয়, পুরো উপজেলায় মাস ব্যাপী এ সেবা প্রদান করা হবে।

  • বুড়িচং