এইচএসসিতে এবারও মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের ধারাবাহিক সাফল্য

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে

Spread the love

চলতি এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডের অন্যতম বিদ্যাপীঠ ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এবারও অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এ বছর মোশাররফ কলেজের মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও কারিগরি বিভাগ থেকে ৬৯৯ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬৯৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাশের হার ৯৯ দশমিক ৫২৭৬ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৫৭ জন। কলেজ সূত্রে জানা যায়, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে সবাই কৃতকার্য হয়েছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২১ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে সবাই কৃতকার্য হয়েছেন, জিপিএ-৫ পেয়েছেন ৯ জন। মানবিক বিভাগ থেকে ২২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২১৭ জন কৃতকার্য হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ১১ জন। এছাড়া এ কলেজের কারিগরি (বিএম) শাখা থেকে ৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে সবাই পাস করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন শিক্ষার্থী। কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন বলেন, এবারও মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এই সাফল্য অর্জনে কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরীদর সার্বক্ষণিক দিকনির্দেশনায় ও সহযোগিতায় এই সাফল্যে অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এছাড়া কলেজের একঝাঁক শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে শিক্ষার্থীদের প্রস্তুত করে গড়ে তোলার ফসল হচ্ছে এই ফলাফল। এসময় তিনি কলেজ প্রতিষ্ঠাতা, পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • ব্রাহ্মণপাড়া