ব্রাহ্মণপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

লেখক: মোঃ ঈমাম হোসেন
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Spread the love

‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এই প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক উপলক্ষে সারা দেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শহিদুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ ইবনে হোসাইন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রুনাক জাহান। এসময় বক্তব্য রাখেন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ন কবির, শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জামাল উদ্দিন, আলহাজ্ব আবু জাহের ফান্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ মোঃ কাইয়ুম, আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ মো: জসিম উদ্দিন, চান্দলা কে বি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, শেখ মুজিবুর রহমান হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বাগড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, সাহেবাবাদ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: আব্দুর রহমান, দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক, নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসেন। আলোচনা সভা অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সহকারি শিক্ষকগন উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া