“উপজেলা পরিষদ নির্বাচন” বুড়িচংয়ে বড় ভাইয়ের প্রতিদ্বন্ধী হচ্ছেন ছোট ভাই

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

তফসিল ঘোষণার পর থেকে বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা। জামাই শ্বশুড় ও ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে প্রতিদ্বন্ধীতা। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার এবং তারই আপন ছোট ভাই সাবেক কুমিল্লা জেলা পরিষদ সদস্য তারেক হায়দারকে নিয়ে। উপজেলার সর্বত্রই একটি আলোচনা হচ্ছে ভাইয়ের প্রতিদ্বন্ধী ভাই। ময়নামতি ইউনিয়নের শমেষপুর সিন্দুরীয়া পাড়ার মরহুম আবুল বাশার চেয়ারম্যানের বড় ছেলে আখলাক হায়দার ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করে পরাজিত হন। নির্বাচিত হয়েছিলেন এটিএম মিজানুর রহমান। পরবর্তীতে দলীয় প্রতিকের মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচনে দল সাবেক এমপি মরহুম এডভোকেট আবুল হাসেম খানকে নৌকার প্রতিক প্রদান করেন। এতে আখলাক হায়দার দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেন এবং বিজয়ী হন। তারেক হায়দার জেলা পরিষদ নির্বাচনে প্রথম বারের মতো নির্বাচিত হন। দ্বিতীয়বার আওয়ামীলীগের বুড়িচং উপজেলা সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খানের নিকট পরাজিত হয়। এতেই উপজেলা চেয়ারম্যান বড় ভাই আখলাক হায়দারের প্রতি রুষ্ট হয় ছোট ভাই তারেক হায়দার। অপর দিকে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়নামতিতে আপন চাচা লালন হায়দারের প্রতিদ্বন্ধী হয়ে নির্বাচন করেন আখলাক হায়দারের ছেলে আদনান হায়দার। হায়দার পরিবারের মধ্যে আন্তঃকোন্দলের সৃষ্টি হয়। যার পরিপ্রেক্ষিতে ছোট দুই ভাই তারেক হায়দার ও লালন হায়দার একদিকে। আর বড় ভাই আখলাক হায়দার এবং তার ছেলে আদনান হায়দার অপর মেরুতে থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

  • বুড়িচং