ঘরহারা দম্পতিকে নতুন ঘর দেবেন ইউএনও

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লা নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগি পড়ে ঘরহারা মৃদ্ধ চাঁন মিয়া ও মনোয়ারা দম্পতিকে নতুন ঘর করে দেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন। সেই সঙ্গে আর্থিক প্রণোদনা দেওয়ারও আশ্বাস দেন তিনি। রবিবার দুপুরে উপজেলার ঢালুয়া ইউপির তেজের বাজার গ্রামের চাঁন মিয়া ও তার স্ত্রী মনোয়ারা নিজ ঘরের পাশে বসে কাজ করছেন। এমন সময় হঠাৎ বিকট শব্দে ট্রেনের একটি বগি ছিটকে এসে ঘরের ওপর পড়ে ঘর ভেঙে যায়। এই খবর প্রকাশের পর উপজেলা প্রশাসন তাদের নতুন ঘর করে দেওয়ার ঘোষণা দেয়। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, ইসমাইল হোসেন বলেন, আমি চাঁন মিয়া ও মনোয়ারা দম্পতির সঙ্গে দেখা করেছি। তাদের সঙ্গে কথা বলেছি। বিজয় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে তাদের ঘরের ওপর পড়ে। এসময় তাদের ঘরটি ভেঙে যায় এবং ঘরের ভেতরে থাকা সব কিছু চূর্ণনিচুর্ণ হয়ে যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২ দিনের মধ্যে তাদের আমরা ঘর দেব। পাশাপাশি তাদের আর্থিক প্রণোদনাসহ ১০টি হাঁস, ১০টি মোরগ এবং দুটি ছাগল কিনে দেওয়া হবে। উল্লেখ, রবিবার দুপুরে কুমিল্লা নাঙ্গলকোট ঢলিয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত একটি বগি চাঁন মিয়া ও মনোয়ারা দম্পতির ঘরের ওপর পড়ে। এতে ঘরটি দুমড়ে-মুচড়ে যায়।

  • কুমিল্লা