“কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে ব্যাপক গোলাগুলি” কলেজ ছাত্র অর্নব নিহত ও গুলিবিদ্ধ ৮ জন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লার শাসনগাছা স্ট্যান্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিতে জামিল হাসান অর্নব (২৬) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আরও অন্তত ৮ জন আহত হয়েছে। গত ১৫ মার্চ শুক্রবার জুম্মা নামাজের পর দুপুর সোয়া ২টায় শহরের শাসনগাছা বাস টার্মিনালের পাশের এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অর্নব শাসনগাছা মধ্যমপাড়ার দফাদার বাড়ির আজহারুল ইসলামের ছেলে। সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। লেখা পড়ার পাশাপাশি সে শাসনগাছা বাস টার্মিনালের সততা-একতা বাস সার্ভিসের ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। নিহত অর্নব ছাত্রদল কর্মী বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এঘটনায় পরিবহন শ্রমিক নেতা খলিল মিয়া ও তার ভাতিজা রিয়াজকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। স্থানীয় বাসিন্দরা বলেন, শাসনগাছা লেগুনা ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে শাসনগাছা মধ্যমপাড়া দফাদার বাড়ি ও মোল্লা বাড়ির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সংঘর্ষে জড়ানো আওয়ামীলীগ কর্মী আবুল কাশেম গ্রæপ এক সময় এই স্ট্যান্ড নিয়ন্ত্রণ করতো। গত বছর ছাত্রলীগ কর্মী রাব্বি ও একই এলাকার বিএনপি কর্মী আলাউদ্দিন স্ট্যান্ডের দখল নেয়ার চেষ্টা চালায়। স্ট্যান্ড এলাকায় আধিপত্য নিয়ে দুই গ্রæপের মধ্যে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার (১৫ মার্চ) দুপুরে শাসনগাছা বাস স্ট্যান্ডসংলগ্ন মারুতি স্ট্যান্ডে মিলি নামের এক মহিলা যাত্রীর সাথে মারুতি যাত্রীবাহী গাড়ির চালক সাকিব ও লাইনম্যান জামালের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওই মহিলা শাসনগাছা মোল্লা বাড়ির তার নিকটাত্মীয় শ্রমিক নেতা খলিল ও খলিলের ছেলে ছাত্রলীগ কর্মী রাব্বীকে বিষয়টি অবহিত করলে তারা দলবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই মারুতি গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। এসময় চালক সাকিব ও লাইনম্যান জামাল পালিয়ে শাসনগাছা মধ্যমপাড়া এলাকায় তাদের বাড়িতে চলে আসে। মারুতি ওই গাড়িটির মালিক কাশেমের বাড়িও শাসনগাছা মধ্যমপাড়া এলাকায়। শ্রমিক নেতা আনিছুর রহমান টিটু ও ইকবাল হোসেনসহ কয়েকটি বাড়িতে ভাংচুর চালায়। এলাকার লোকজন জানান, শ্রমিক নেতা খলিল ও তার ছেলে ছাত্রলীগ নেতা রাব্বীর নেতৃত্বে তাদের গ্রপের আলাউদ্দিন, অনিক, জনি, রিয়াজসহ সংঘবদ্ধ অস্ত্রধারীরা শাসনগাছা মধ্যমপাড়া এলাকায় প্রবেশ করে এলোপাতারি গুলি ও হামলা চালায়। এ সময় জামিল হাসান অর্নব সহ কয়েকজন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে কুমিল্লা কোতয়ালি থানা, ডিবি পুলিশ, র‌্যাবের টিমসহ আইনশৃংখলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত অর্নবের বাবা আজহারুল ইসলাম জানান, তার কলেজ পড়ুয়া নিরপরাধ ছেলে জামিল হাসান অর্নব (২৭) জুম্মার নামাজ শেষে বাসা থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে কর্মস্থলে যাওয়ার পথে বাসার সন্নিকটে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তিনি আহাজারী করে বলেন, খলিলের ছেলে রাব্বি ও তাঁর সাঙ্গপাঙ্গরা তার ছেলেকে গুলি করেছে। তার ছেলের কি অপরাধ ছিল, তাকে কেন গুলি করা হলো? এতো অস্ত্র সন্ত্রাসীরা কই পেল। তিনি অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেন। এদিকে গুলির এ ঘটনার পর স্থানীয়রা ইট-পাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে আধা ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় নিশু, নাজমুল, অনিক, দিপু ও মোহন, রিনা নামের এক মহিলা গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়। গুলিবিদ্ধ হয়ে নিহত কলেজছাত্র অর্নবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে নাজমুল জামান অনিকের (২৮) ডানপায়ে গুলি লেগেছে, এ ছাড়া নেয়ামত উল্লাহ (৩৫) কোমরে, নুরুল আফসার মোহনের (২২) পিঠে এবং নাজমুল হাসান (২৬) হাতের নিচে গুলি লেগেছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় নাজমুল ও মোহনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। অন্যরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থলে যাওয়া জেলা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় গুলিতে অর্নব নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য খলিল ও রিয়াজ নামের দুই জনকে আটক করেছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। র‌্যাব-১১ এর অধিনায়ক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অস্ত্র উদ্ধার ও অস্ত্রবাজদের গ্রেফতারে র‌্যাব অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। নিহত অর্নবকে ছাত্রদলের কর্মী দাবি করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ উদ্দিন শিবলু বলেন, অর্ণব আমাদের একনিষ্ঠ কর্মী। এবারের কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে তার নাম বিবেচনায় রাখা হয়েছিল। আমরা এ হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসি চাই। শাসনগাছা বাস স্ট্যান্ড এলাকায় অস্ত্রবাজির ঘটনায় দুই অস্ত্রবাজকে চিহ্নিত করেছে আইনশৃখলা বাহিনীর সদস্যরা। তারা হচ্ছে ঘটনার মূল হোতা শাসনগাছা মোল্লা বাড়ির বাসিন্দা শ্রমিক নেতা খলিল মিয়ার পুত্র রাব্বি (৩০) ও শাসনগাছা দক্ষিণ পাড়ার আমির হোসেনের পুত্র আবুল হাসান (৩২)। সিটি টিভির ফুটেজ থেকে তাদের সনাক্ত করে এলাকাবাসী। তাদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে অর্ণব নিহত হয়েছে বলে দাবি করেছে নিহতদের পিতা জহিরউদ্দিন। এদিকে অস্ত্রবাজদের গ্রেফতারে পুলিশ, ডিবি, র‌্যাব, পিবিআই এর কয়েকটি টিম কাজ করেছে বলে জানা গেছে।

  • কুমিল্লা