“৬ কোটি টাকা ব্যায়ে পুনঃসংস্কারের কাজ শুরু” এমপির একান্ত প্রচেষ্টায় ব্রাহ্মণপাড়া-নাইঘর-হরিমঙ্গল সড়কের কাজ এগিয়ে চলছে

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া-নাইঘর-হরিমঙ্গল সড়ক খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়ক দিয়ে সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের সকল জনগন উপজেলায় আসা-যাওয়া করে। এছাড়া এ সড়কে স্কুল-কলেজ, ব্যাংক, অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সড়কটি ভেঙে যাওয়ায় এবং সরু হওয়ায় দীর্ঘদিন যাবৎ এই সড়কে চলাচলকারী জনগন ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন। এই দুর্ভোগের কথা চিন্তা করে নব-নির্বাচিত কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এমপি এর একান্ত প্রচেষ্টায় সড়কটির পুঃনির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়া একদিকে যেমন রাস্তা ঢালাই করা হচ্ছে অপরদিকে রাস্তার দুপাশে ১২ ফিট প্রশস্ত করা হচ্ছে। এতে করে রাস্তায় চলাচলকারী যানবাহনগুলো ভালভাবে চলাচল করতে পারবে। উপজেলা প্রকৌশলী কার্য্যালয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে ছিল। সংস্কার মেরামতের অভাবে প্রায়ই ছোট-বড় দূর্ঘটনা ঘটতো। রাস্তা অনেক সরু ছিল। দুপাশে গাড়ি চলাচল করা খুবই কষ্ট হতো। কিন্তু সংসদ নির্বাচনে বিজয়ী হবার পর সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের জনগনের কথা চিন্তা করে রাস্তাটি নতুন করে টেকসই উন্নয়ন করার উদ্যেগ নেন। এরই মাঝে কাজ শুরু হয়ে চলমান রয়েছে সড়কটি। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সড়কটির উন্নয়ন কাজ চলছে। এলজিইডি মন্ত্রনালয়ের অধীনে সড়কের কাজ চলছে। সড়কের দুপাশে যানবাহন চলাচল ঝুঁকিমুক্ত করতে ১২ ফিট প্রশস্ত করা হচ্ছে। সড়ক সংস্কার করায় খুশি চলাচলকারী সকল জনগন। দীর্ঘদিনের এই বেহাল সড়ক সংস্কার হওয়ায় খুশি জনগন। এবিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলী হোসেন বলেন, কসবা, শশীদল, হরিমঙ্গল, ব্রাহ্মণপাড়া সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার জনগন চলাচল করে। এটি সীমান্তবর্তী সড়ক হওয়ায় খুবই গুরুত্বপূর্ণ। মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এর সার্বিক তত্বাবধানে সড়কের কাজ চলছে। এতে খুশি জনগন। উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আবদুর রহিম বলেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এমপি স্যারের একান্ত প্রচেষ্টায় সড়কটির কাজ হচ্ছে। আগামী ২-৩ মাসের মধ্যে কাজটি শেষ করতে পারব বলে আমরা আশাবাদী।

  • ব্রাহ্মণপাড়া