কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ গুলি ভর্তি একটি বিদেশী পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে নাজমুল হাসান(২০) ও একই গ্রামের আবুল কালামের ছেলে রাকিব হোসেন (২০)। বুধবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে উপ-পরিদর্শক লিটন চাকমার নেতৃত্বে একদল পুলিশ নিয়মিত টহল দেয়ার সময় নাজমুল হাসান ও রাকিব হোসেনের গতিবিধি সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে নবরত্ম তেলের প্যাকেটের ভিতরে কসটেপ মোড়ানো অস্ত্রটি জব্দ করা হয়। এ সময় দুটি ম্যাগজিন ও ২২ রাউন্ড গুলিও জব্দ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, গ্রেপ্তারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় জব্দকৃত বিদেশী পিস্তলটি ভারতীয় সীমান্তবর্তী এলাকার মোঃ রাহাত নামে অপর যুবক থেকে গ্রহণ করে নিজেদের দখলে রাখে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে বুধবার বিকেলে অস্ত্র আইনে মামলা রজু করেছে এবং কি উদ্দেশ্যে তারা অস্ত্রটি গ্রহণ করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

  • চৌদ্দগ্রাম