মাওলানা লুৎফুর রহমান আর নেই

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love
ব্রেনস্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, প্রখ্যাত আলেম মাওলানা লুৎফুর রহমান।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই আলেম রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। আজ রবিবার দুপুর পৌনে ৩টার দিকে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা লুৎফুর রহমানের জামাতা চর লামচি তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদ।
তিনি বলেন, ‘আমার শ্বশুর কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। এখনো তার জানাজা, দাফন-কাফনের বিষয়ে কোনো সিন্ধান্ত নেওয়া হয়নি। তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
এর আগে গত বুধবার সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে অসুস্থ হণ মাওলানা লুৎফুর রহমান। সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানকার চিকিৎসক জানান, তার ব্রেনস্ট্রোক হয়েছে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।
মাওলানা লুৎফুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আব্দুস সামাদের ছেলে। ব্যক্তিজীবনে মাওলানা লুৎফুর রহমান ৫ কন্যা ও ২ ছেলের বাবা। বক্তা হিসেবে দেশব্যাপী তার পরিচিতি রয়েছে।
আল্লামা লুৎফুর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।
  • বাংলাদেশ