শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলের জন্য অভিভাবকদের ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-আবু জাহের এমপি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের বলেন, শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলের জন্য অভিভাবকদের ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অভিভাবকদের সাথে শিক্ষকদের সমন্বয় রাখতে হবে। প্রতিটি অভিভাবক কমপক্ষে সপ্তাহে একদিন শিক্ষকদের সাথে যোগাযোগ করে ছাত্রদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করতে হবে। এতে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে গভীর বন্ধনের সৃষ্টি হবে। গত রোববার (২৫ ফেব্রæয়ারি) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সাংসদ আবু জাহের বলেন, নিজের সন্তানকে শুধু সন্তান মনে করে আমরা একটা অসুস্থ প্রতিযোগিতায় নেমে গিয়েছি। এই প্রতিযোগীতা থেকে বের হতে আসতে হবে। সবাইকে নিজের সন্তান মনে করতে পারলেই সঠিক শিক্ষার প্রসার ঘটবে। আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে এবং প্রভাষক সালাহ উদ্দিন রনি সঞ্চালনায় অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন মধুমতী হসপিটালের চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ, সমাজসেবক গোলাপ খান প্রমূখসহ প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • ব্রাহ্মণপাড়া