শিশুকে নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিতে হবে-আবু জাহের এমপি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদেরকে আনন্দমুখী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। শিশুরা খেলার মধ্যমেই শিখবে। এ জন্য তাদের বিকাশে ক্রীড়াবান্ধব শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। শনিবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সমতা শিশু নিকেতন এর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় সাংসদ আবু জাহের বলেন, প্রতিটি শিশুকে নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিতে হবে এবং সেবা দেয়ার মানসিকতা সম্পন্ন করে দেশপ্রেমিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের শিশুরা উদার মন নিয়ে বড় হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করবে। প্রতিষ্ঠানটির সভাপতি ডাক্তার এম এ খালেক এর সভাপতিত্বে ও শশীদল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমানের সঞ্চালনায় দিনব্যাপী এসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক সামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন স্মরণ, শশীদল ফুলকুড়ি কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ মো. মামুনুর রশিদ। স্বাগত বক্তব্য দেন শশীদল সমতা শিশু নিকেতন এর অধ্যক্ষ মো, গোলাম মোস্তফা। এসময় কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের কে এলাকাবাসী ও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্যদিয়ে সংবর্ধিত করা হয়।

  • ব্রাহ্মণপাড়া