চাপিতলা ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজে পিঠা উৎসব

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

চাপিতলা ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজ হরেক রকমের পিঠাপুলি নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুুয়ারী) দিনব্যাপী কলেজ মাঠ প্রাঙ্গণে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। মোট দশটি স্টলে পাটিসাপটা, পানতুয়া, ভাপাপিঠা, ফুলপিঠা, চিতল পিঠা, মেরা পিঠা, পাকংন পিঠা, কাঠাল পিঠা, জিলি পিঠা, দুধ চিতইসহ বিক্রি করা হয় হরেক রকমের পিঠা। ওই দশটি পিঠা স্টলে ছিলেন শিক্ষার্থী মোসাঃ আঁখি আক্তার, মোসাঃ মুক্তা আক্তার, মোসাঃ আবিদা সুলতানা, শুভ রায়, মোঃ নাজমুল হাসান, সাগর সূত্রধর, মোঃ রিফাত শাহরিয়ার, মোঃ সাইফুল ইসলাম, মোসাঃ তামান্না আক্তার। এসময় উপস্থিত ছিলেন কলেজ প্রিন্সিপাল নার্গিস আক্তার চৌধুরী, সমাজকর্ম সকহারী অধ্যাপক আমির হামজা, গনিত সহকারী অধ্যাপক সুজিত কুমার সাহা, ইসলামি শিক্ষা সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম, রাষ্ট্র বিজ্ঞান সহকারী অধ্যাপক কানিফ ফাতেমা রুজিনা, ইতিহাস সহকারী অধ্যাপক আবুল কালাম চৌধুরী, আইসিটি শিক্ষক সাইদুর রহমান, জাকির হোসেন, কলেজ গভানিংবড়ির সদস্য হাবিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও বিভিন্ন বিভাগের ১৫শ’ত শিক্ষার্থীরা। প্রিন্সিপাল বলেন, স্বল্প সময়ে সকলের প্রচেষ্ঠায় আমরা প্রানবন্ত একটি পিঠা উৎসব আয়োজন করতে পেরেছি। এই উৎসব আয়োজনের যারা পরিশ্রম করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই।

  • চাপিতলা