স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

বাংলাদেশ পৃথিবী অন্যতম দেশ, যেদেশে স্বাস্থ্য তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত। রোগীর সেবাতেই নিহিত রয়েছে জীবনের সত্যিকারের সুখ বলে মন্তব্য করেছেন কুমিল্লা নাভানা হসপিটালের পরিচালক চিকিৎসা প্রযুক্তিবিদ ও সহঃ চিকিৎসক মোঃআবদুল আউয়াল সরকার। তিনি বলেন, জীবনে সুখ পাওয়ার জন্য আমরা সমগ্র জীবন সংগ্রাম করে চলছি। কিন্তু সত্যিকারের সুখ খুঁজে পাওয়া কঠিন। তবে চিকিৎসা পেশার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারী, ক্লিনার সকলেই রোগীকে সেবা প্রদানের মাধ্যমে সহজেই সে সুখ খুঁজে পেতে পারেন। শুক্রবার (০২ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ) সকালে কুমিল্লা নগরীর ঝাউতলায়” কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ” স্টাফ কো—অর্ডিনেশন মিটিংয়ে এসব কথা বলেন তিনি। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন শিমুলের সভাপতিত্বে নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, অর্থ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক মোঃ কবির আহমদ, মোঃ হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আমিন, মেডিকেল টেকনোলজিস্ট মোঃ ওমর ফারুক, হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ম্যানেজার নিলয়, বিজয়সহ কর্মকর্তা কর্মচারিবৃন্দ। বক্তারা বলেন, দেশ ও জাতির প্রতি সেবার মনোভাব নিয়ে নিজের দায়িত্ব—কর্তব্য পালন করতে হবে। দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। তাই চিকিৎসা পেশার সাথে যারাই জড়িত তাদের বুকের ভেতর যত কষ্টই থাক, হাসি মুখে রোগীকে সেবা দিতে হবে। নার্সরা ২৪ ঘণ্টা রোগীদের সেবা দিয়ে থাকেন। তাই নার্সরাই রোগীদের সবচেয়ে আপনজন। কিভাবে স্বাস্থ্য সেবা ১০০% নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করতে হবে। আশা করি সেবা দাতা ও সেবা গ্রহিতাদের মধ্যে সেতুবন্ধনের মধ্যদিয়ে এখানকার স্বাস্থ্যসেবার মান গুণগত মানবৃদ্ধি পাবে। উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন স্বাস্থ্যসেবার মানোয়ন্ননের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।

  • কুমিল্লা