সূর্যমুখীর হলুদ হাসিতে রঙিন হাসপাতালের পতিত জমি

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত পতিত জমিতে করা হয়েছে সূর্যমুখী চাষ। সূর্যের দিকে মুখ করে থাকা এই হলুদ ফুলের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরাসহ নানা বয়সী দর্শনার্থী। সরেজমিনে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের পাশের পরিত্যক্ত জায়গাসহ কমপ্লেক্সের বিভিন্ন আঙিনায় করা হয়েছে রবিশস্য সূর্যমুখী চাষ। সবুজ পাতার ফাঁক দিয়ে উঁকি দিয়ে ফুটে থাকা হলুদ ফুলের নয়নাভিরাম দৃশ্য দর্শনার্থীদের আকৃষ্ট করছে। ইট-পাথরের দালান-কোঠার পাশে এমন নয়ন জুড়ানো পরিবেশ যে কাউকেই প্রকৃতিপ্রেমী করে তুলছে। এই উপজেলায় সূর্যমুখীর চাষ তেমন একটা হয় না বলে সূর্যমুখী ফুলের এসব বাগান এখন সৌন্দর্যপ্রেমীদের কাছে দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিনের উদ্যোগে হাসপাতালের পরিত্যক্ত পতিত জমিতে এই সূর্যমুখীর চাষ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের দিকনির্দেশনা অনুযায়ী চলছে পরিচর্যা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে- প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পতিত জমি ও কমপ্লেক্সের আঙিনায় শীতকালীন সবজির আবাদ করেছিলাম। এরই ধারাবাহিকতায় রবি মৌসুমে রবিশস্যও আবাদ করেছি। এসব ফসলের মধ্যে সূর্যমুখী ফুল মানুষের নজর কাড়ছে।

  • ব্রাহ্মণপাড়া